রাজীবের বাসা থেকে ৫ কোটি টাকার চেক উদ্ধার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 21:31:47

সন্ত্রাসবাদ, দখলদারিত্ব এবং চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারিকুজ্জামান রাজীবের মোহাম্মদপুরের বাসায় থেকে ৫ কোটি টাকার একটি চেক উদ্ধার করেছে র‌্যাব।

বোরবার (২০ অক্টোবর) ভোর রাতে রাজীবের শিয়া মসজিদের সংলগ্ন মোহাম্মদীয়া হাইজিং সোসাইটির বাসায় এবং তার কার্যালয়ে অভিযান শেষে সাংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

সারওয়ার আলম জানান, গভীর রাতে তাকে নিয়েই তার বাসায় অভিযান চালিয়ে সেখানে তেমন কিছুই পাওয়া যায়নি। তবে রাজীবের এক আত্মীয়ের জমা দেওয়া একটি চেক উদ্ধার করা গেছে। সেই চেক দিয়ে একটি ব্যাংকে ৫ কোটি টাকা জমা দেওয়া হয়েছিলো। সেটি খতিয়ে দেখা হবে।

র‌্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, তার বৈধ আয়ের কোন প্রমাণ আমরা পায়নি। তার রাজকীয় বাড়ি-গাড়ি আমাদের কাছে জ্ঞাত বহির্ভূত আয় বলে মনে হয়েছে।

র‌্যাব জানায়, বাসার পর কাউন্সিলর কার্যালয়ে অভিযান চালিয়ে সেখানেও কিছুই পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে,  তার বাড়ি এবং কার্যালয় থেকে আগেই জিনিসপত্র সরিয়ে ফেলা হয়েছে।

গ্রেফতারের পর রাজীবকে র‌্যাব-১ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন:

কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব আটক

কে এই ভিআইপি কাউন্সিলর রাজীব!

কাউন্সিলর রাজীবের বাসায় অভিযানে র‍্যাব

সুনির্দিষ্ট অভিযোগে রাজীব গ্রেফতার: র‍্যাব

রাশেদ খান মেনন পেতেন ক্যাসিনোর টাকা!

এ সম্পর্কিত আরও খবর