যুবলীগের নেতাদের অপসারণ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণ টোকাইদের নয় সরকারের অপসারণ চায়।
বুধবার (২৩ অক্টোবর), খালেদা জিয়ার মুক্তি ও বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভয় হুমকি ধামকি দিয়ে লাভ হবে না। মানুষ তা মানবে না।
আবরারের হত্যা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, দেশটাকে মেধাশূন্য করা হচ্ছে। খুন করে হোক আর গুম করে হোক ছাত্রদের মেধা নষ্ট করা হচ্ছে। এই সরকারের উচিত আবরারের হত্যার বিচারের পাশাপাশি পরিবারকে ক্ষতিপূরণ দেয়া এবং তার ভাই কে ভালো পড়াশোনা করার ব্যবস্থা করে দেয়া।
তিনি আরও বলেন, খালেদা জিয়া বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও তাই তাকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত দরকার হলে আমরা স্বেচ্ছায় কারা বরণ করবো। এছাড়া খালেদা জিয়ার মুক্তি এবং তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি।
সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, সুলতান সালাউদ্দিন টুকু, খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এবং বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।