চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের মালিকানাধীন গুলশান-২ এর ৫৭ নম্বর এর ১১/এ বাড়িটির দুইটি ফ্ল্যাটে মিনিবার ও ক্যাসিনো পরিচালনা করতো তার ভাতিজা ওমর মোহাম্মদ ভাই বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি সূত্র।
সোমবার (২৮ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একাধিক সূত্রের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, অভিযানের সময় এসব অবৈধ কর্মকাণ্ডের মূলহোতাকে চিহ্নিত করা যায়নি। তবে অভিযান শেষে তদন্তে বেরিয়ে এসেছে মূলহোতার নাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় মদের গোডাউন, তার ছোট ভাই রাজা মোহাম্মদ ভাইয়ের বাসায় পাওয়া মদ ও বিল্ডিং এর ছাদে মিনিবার ও ক্যাসিনো খেলার সামগ্রী সবকিছুই পরিচালনা হতো আজিজ মোহাম্মদ ভাইয়ের ভাতিজা ওমর মোহাম্মদ ভাইয়ের তত্ত্বাবধানে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্র মতে, অভিযানে আটক দুই কেয়ারটেকার নবীন ও পারভেজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছেন যে, আজিজ মোহাম্মদ ভাইয়ের বিল্ডিং এর ছাদে মিনিবার ও ক্যাসিনো খেলা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতেন ওমর মোহাম্মদ ভাই। তার বন্ধুবান্ধব ও পরিচিতরা এখানে আসতো মদ ও সীসা সেবন করত এবং ক্যাসিনো খেলত।
সূত্র আরও জানায়, আজিজ মোহাম্মদ ভাই দীর্ঘদিন ধরে বিদেশে রয়েছেন। তাই তার ফ্ল্যাটে বিপুল পরিমাণ মদের যে গোডাউনটি পাওয়া গেছে এর সঙ্গে তার সংশ্লিষ্টতা নাও থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। কিন্তু তদন্ত শেষে এ বিষয়ে পরিষ্কার করে বলা যাবে এসবের সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের কোন ধরনের সংশ্লিষ্টতা আছে কিনা।
তবে প্রাথমিক তদন্তে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়ি থেকে মদ ক্যাসিনো সামগ্রী, সীসা খাওয়ার সামগ্রী এবং যে মিনি বারটি পাওয়া গেছে তার সঙ্গে শুধুমাত্র সংশ্লিষ্টতা ওমর মোহাম্মদ ভাইয়ের পাওয়া গেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত বলা যাবে না বলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বলছে।
এদিকে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসা থেকে প্রাপ্ত অবৈধ মদ, সীসা খাওয়ার সামগ্রী, ক্যাসিনো খেলার সামগ্রী ও মিনিবারের বিরুদ্ধে তিনটি মামলার প্রস্তুতি নিচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আজিজ মোহাম্মদ ভাইয়ের ফ্ল্যাট থেকে প্রাপ্ত বিপুল পরিমাণ মদ পাওয়ায় তার বিরুদ্ধে একটি মামলা, অপরটি অবৈধ মিনিবারের বিরুদ্ধে ও সর্বশেষ মামলাটি করা হবে ক্যাসিনো খেলার সামগ্রীর বিরুদ্ধে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (উত্তর) খোরশেদ আলম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, আমরা তিনটি মামলার প্রস্তুতি নিচ্ছি। মামলার এজাহার তৈরি করা হচ্ছে । আপাতত মামলায় আজিজ মোহাম্মদ ভাইয়ের ভাতিজা ওমর মোহাম্মদ ভাই ও গ্রেফতার ২ কেয়ারটেকারের বিরুদ্ধে করা হবে।
তিনি বলেন, তবে ওমর মোহাম্মদ ভাই পলাতক রয়েছেন, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে পরবর্তীতে তদন্তে নিশ্চিত হওয়া যাবে এই ঘটনার সঙ্গে আর কার কার সংশ্লিষ্টতা রয়েছে।
এর আগে রোববার (২৭ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের মালিকানাধীন গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি নামিদামি ব্র্যান্ডের মদ, গাঁজা, সিসা খাওয়ার সামগ্রী, ক্যাসিনো খেলার সামগ্রী জব্দ করে। অভিযানে নবীন ও পারভেজ নামে দুইজন কেয়ারটেকারকে আটক করা হয়। এছাড়া অভিযানে একটি মিনিবারের সন্ধানও পায়।
আরও পড়ুন:
আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় ক্যাসিনো-মিনি বার
‘খেলা হতো ডলারে, আসতেন হাই-প্রোফাইল লোকজন’