প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ভিত্তিতে এ রায়: অ্যাটর্নি জেনারেল

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-29 18:04:31

প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ভিত্তিতে এটিএম আজহারুল ইসলাম দোষী সাব্যস্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এখন আসামিপক্ষ রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করলে তার শুনানি হবে।

রায়ের পর বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সোয়া ১১টায় নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল এ মন্তব্য করেন।

তিনি রায়ের ব্যাখ্যায় বলেন, মৃত্যুদণ্ডের তিন অভিযোগ আপিলের রায়ে সংখ্যাগরিষ্ঠ মতামতে বহাল আছে। অভিযোগগুলো হলো- ২, ৩ ও ৪। ৫ নম্বর অভিযোগ থেকে খালাস এবং ৬ নম্বর অভিযোগে পাঁচ বছরের সাজা বহাল আছে।

কবে নাগাদ পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবে প্রশ্ন করা হলে তিনি বলেন, আশাকরি শিগগিরই এ রায় প্রকাশ হবে।

এ সম্পর্কিত আরও খবর