বাঙালি-বাংলাদেশের অস্তিত্বের প্রতিচ্ছবি বঙ্গবন্ধু: তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 07:28:11

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি ও বাংলাদেশের অস্তিত্বের প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে নাজমুল আহসান সম্পাদিত 'কবিতায় বঙ্গবন্ধু- জন্মশতবর্ষে আবৃত্তির ১০০ কবিতা' বই নিয়ে আড্ডার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, 'পাকিস্তানি শাসক গোষ্ঠীর বন্দুকের নলের সামনে বঙ্গবন্ধুর ৭ মার্চের অগ্নিঝরা ভাষণ ছিল পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ, আর সেই ভাষণের প্রতিটি উক্তিই ছিল বাঙালির স্বপ্নের স্বাধীনতার এক একটি কবিতা।'

তিনি বলেন, 'বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে যে কবিতা রচনা করেছিলেন, সেই কবিতায় বাঙালি জাতির মুক্তির আহ্বান ছিল। ছিল স্বাধীন বাংলাদেশের স্বতঃস্ফূর্ত উদযাপন। জাতির পিতার সেই অমর কবিতা বিশ্বের বুকে চিরন্তন হয়ে থাকবে।'

ডা. মুরাদ আরও বলেন, 'বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধুর অসীম সাহসিকতা, অসাধারণ নেতৃত্বের গুণাবলি, প্রজ্ঞা আর দূরদর্শিতায় দীক্ষিত।'

এ সময় উপস্থিত ছিলেন- আবৃত্তিশিল্পী আশরাফুল আলম ও রূপা চক্রবর্তী এবং উপস্থাপনা করেছেন কবি সাংবাদিক কাজী নুসরাত শারমিন।

এ সম্পর্কিত আরও খবর