ঘূর্ণিঝড় বুলবুল: শঙ্কামুক্ত আকাশ পথ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 17:43:23

সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় বুলবুল। প্রবল ঘূর্ণিঝড়টি এখন আর ঘূর্ণিঝড়ও নেই। এটি এখন স্থল গভীর নিম্নচাপ হিসেবে খুলনা-বাগেরহাট ও পটুয়াখালী অঞ্চলে অবস্থান করছে। আর এখন প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ৭০-৮০ কিলোমিটার।

এ কারণে প্লেন চলাচলে এখন কোনো বাধা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ সামছুদ্দিন আহমেদ।

রোববার (১০ নভেম্বর) সকাল ১০টায় ব্রিফিংয়ে তিনি বলেন, আকাশ পথে চলাচলে এখন আর দুর্ঘটনার শঙ্কা নেই। স্বাভাবিকভাবেই ফ্লাইট পরিচালনা করা যাবে এখন।

বাতাসের গতিবেগের পরিসংখ্যান, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

তিনি আরো বলেন, মংলা ও পায়রা বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রাম বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত ও কক্সবাজারে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে সবখানেই ৩ নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে। ২৪-৪৮ ঘণ্টার মধ্যে আবহাওয়া স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

নদী বন্দরগুলোতে ১ নম্বর নৌ সতর্কতা সংকেত থেকে ২ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখানো হয়েছে। ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

এ সম্পর্কিত আরও খবর