চরে আটকে পড়া লঞ্চযাত্রীদের ঢাকা নেয়া হচ্ছে

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল | 2023-08-25 04:28:06

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ চরে আটকে পড়া ‘এমভি শাহরুখ-২’ লঞ্চের যাত্রীদের নামিয়ে এমভি পূবালী-১ লঞ্চে করে ঢাকা নেয়া হচ্ছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে ওই লঞ্চ থেকে নিরাপদে মালামাল ও যাত্রীদের উদ্ধার করে ঢাকা নেয়া হচ্ছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের দক্ষিণ অঞ্চল (ভোলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুবুল আলম শাকিল।

তিনি জানান, বুধবার (১৩ নভেম্বর) ভোর ৩টার ‍দিকে সাড়ে ৫শ যাত্রী নিয়ে ওই চরে আটকা পড়ে লঞ্চটি। কিন্তু সকালে ভাটা হওয়ার কারণে লঞ্চটি চর থেকে নামানো সম্ভব হয়নি। দুপুরের দিকে ‘এমভি শাহরুখ-২’ লঞ্চ মালিকের এমভি পূবালী-১ নামে আরেকটি লঞ্চে করে যাত্রীদের ঢাকা নেয়া হচ্ছে।

তিনি আরও জানান, জোয়ারের পানির চাপের উপর নির্ভর করে আটকে পড়া লঞ্চটি উদ্ধার করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে বরগুনা থেকে ছেড়ে আসে ‘এমভি শাহরুখ-২’ নামের লঞ্চটি। কিন্তু বুধবার ভোরে কালিগঞ্জ চরে আটকা পড়ে। কুয়াশা থাকার কারণে ঠিকমতো দেখতে না পাওয়ায় লঞ্চটি চরে উঠে যায়।

আরও পড়ুন: সাড়ে ৫শ যাত্রী নিয়ে চরে উঠে গেল লঞ্চ

এ সম্পর্কিত আরও খবর