রাজশাহী বাঘা উপজেলায় পেঁয়াজ ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় উপজেলার বাউসা গ্রামের সুভাষ চন্দ্র (৪৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর বাড়ির ছাদ থেকে লুকিয়ে রাখা প্রায় ১৫ মণ পেঁয়াজ উদ্ধার করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন রেজার কাছে মুচলেকা দিয়ে ছাড় পান তিনি।
ব্যবসায়ী সুভাষ চন্দ্র মুচলেকায় উল্লেখ করেন, ‘আগামী দুই দিনের মধ্যে তিনি বাড়িতে মজুতকৃত সব পেঁয়াজ বাজারে বিক্রি করে দেবেন।’
রোববার (১৬ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন গ্রামে পেঁয়াজ ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালায় বাঘা থানা পুলিশ।
রাজশাহীর বাঘা ও চারঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নুরে আলম বলেন, ‘আমরা খবর পেয়েছি- উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে পেঁয়াজ মজুত করে বাজারে ঘাটতির সৃষ্টি করছেন। প্রশাসন এই ব্যাপারে মাঠে নেমেছে। বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে হলেও পেঁয়াজের সিন্ডিকেট ভাঙা হবে।’