সিলেট সিটি করপোরেশনে (সিসিক) পানির বৈধ গ্রাহক রয়েছেন প্রায় ১৬ হাজার। তাদের প্রতিদিনের পানির চাহিদা সাড়ে চার কোটি লিটার পানি। এর বিপরীতে সিটি করপোরেশন পানি সরবরাহ করছে পাঁচ কোটি লিটার। এরপরও প্রায় ৮ হাজার অবৈধ সংযোগের কারণে নগরে পানির সংকট কাটছে না।
সিসিক কর্তৃপক্ষের দাবি, নগরে পানির প্রায় ৮ হাজার অবৈধ গ্রাহক রয়েছে। তাদের কারণে নগরে পানির সংকট দেখা দেয়। এই ৮ হাজার অবৈধ সংযোগে প্রতিদিন ২ কোটি লিটার পানি সরবরাহ করতে হয়। এছাড়া বৈধ গ্রাহকদের কাছে সিসিকের প্রায় ১২ কোটি টাকা পানির বিল বকেয়া রয়েছে। অন্তত ৪ হাজার গ্রাহক কোনো দিনই পানির বিল পরিশোধ করেননি।
এ পরিস্থিতিতে গত ১৭ নভেম্বর থেকে অবৈধ গ্রাহকদের বিরুদ্ধে অভিযানে নেমেছে সিলেট সিটি করপোরেশন।
ইতোমধ্যে নগরের ৪টি ওয়ার্ডে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা জরিমানা আদায় করেছেন সিসিক।
নগরের মুন্সিপাড়ার শরিফ হাসান বলেন, আমরা নিয়মিত বিল দিয়েও পানির সংকটে ভুগছি। অনেকে দেখি কোনো টাকা না দিয়েই অবৈধভাবে পানি ব্যবহার করছে।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আলী আকবর বার্তা২৪.কমকে বলেন, ‘১৬ হাজার বৈধ গ্রাহকের চাহিদার চেয়ে বেশি পানি সিটি করপোরেশন উৎপাদন করছে। কিন্তু ৮ হাজার অবৈধ গ্রাহকের কারণে দৈনিক প্রায় ২ কোটি লিটার পানির ঘাটতি দেখা দিয়েছে। অবৈধ গ্রাহকের বিরুদ্ধে আমরা কঠোর অভিযানে নেমেছি।’
তিনি বলেন, যাদের অবৈধ সংযোগ আছে তারা তা বৈধ করলে আমরা আরও ভালো সার্ভিস দিতে পারব।