চলতি মৌসুমে সিলেট জেলা থেকে ১৬ হাজার ৩৪৩ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
সরকারিভাবে প্রতি মণ ধানের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০ টাকা। এতে প্রতি কেজি ধানের দাম পড়বে ২৬ টাকা। ইতোমধ্যে সিলেট জেলার কৃষকদের তালিকা করেছে সরকার।
স্থানীয় কৃষকরা জানান, প্রতি মণ আমন ধান আবাদে যে খরচ হয়েছে বর্তমান বাজারে ধানের যে দামে তাতে খরচ তোলাই কঠিন। সরকার যদি কৃষকদের কাছ থেকে সরাসরি ২৬ টাকা কেজিতে ধান কেনে তবে তারা প্রতি মণে ১ হাজার ৪০ টাকা পেতেন। এতে ধান চাষ করে কৃষকরা লাভবান হতেন।
সদর উপজেলার কৃষক নাজমুল হক জানান, সরকারি দাম আর স্থানীয় বাজারের দামের মধ্যে পার্থক্য আছে। সরকারি ক্রয়ের পরিমাণ আরও না বাড়ালে বাজারে এর কোনো প্রভাব পড়বে না।
সিলেট বিভাগীয় খাদ্য অফিসের রসায়নবিদ গোলাম সাইফুল আলম বলেন, যে পরিমাণ ধান উৎপাদন হয় তার নগণ্য পরিমাণ সরকারিভাবে কেনা হয়। কাদের কাছ থেকে ধান কেনা হবে সেই তালিকা কৃষি সম্প্রসারণ বিভাগ করে। এখানে আমাদের কিছু করার নেই। ধান কেনার টাকা কৃষকের ব্যাংক একাউন্টে দেওয়া হয়।
তিনি বলেন, সিলেটে এখন ধান কাটা শেষ হয়নি। তাই এখনও ধান কেনা শুরু হয়নি।