পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার সকল পরিকল্পনায় নারীদের অগ্রাধিকার দিচ্ছে। বর্তমান সরকার নারীবান্ধব সরকার। আগে সমাজে নারীদের প্রতি অবিচার বৈষম্য বিরাজমান ছিল। তবে এখন নারীরা এগিয়ে যাচ্ছেন।
রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস) ৫ম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, অসাম্প্রদায়িক দক্ষিণ এশিয়া গঠনে নারীর ভূমিকা অপরিহার্য। প্রত্যেক নারীকে অসাম্প্রদায়িক চিন্তা চেতনার হতে হবে। তাহলে তার সন্তানরাও হবে অসাম্প্রদায়িক। কারণ অসাম্প্রদায়িক দক্ষিণ এশিয়া গঠনে নারীর ভূমিকা অপরিহার্য।
গ্রাসরুটসের কেন্দ্রীয় সভাপতি সাহিন আক্তার সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র (সিসিক) আরিফুল হক চৌধুরী, সাংসদ শামীমা শাহরিয়ার, ভারতীয় সহকারী হাই কমিশনার এল কৃষ্ণমূর্তি, পশ্চিমবঙ্গের বিধায়ক ড. সুজন চক্রবর্তী, বিধায়ক প্রদীপ সাহা ও ভুটানের জাতীয় পরিষদ সদস্য ওয়াসি ওয়াংমু।