বুয়েটের সাবেক অধ্যাপক এ এস ডব্লিউ কারনী আর নেই

বিবিধ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 16:50:21

বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বস্তু ও ধাতব কৌশল বিভাগের ( এমএমই) সাবেক অধ্যাপক আবু সাঈদ ওয়াইস কারনী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় রংপুরের সেনপাড়ার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

অধ্যাপক আবু সাঈদ ওয়াইস কারনী ১৯৪৯ সালের ২৮ ফেব্রুয়ারি রংপুরে জন্মগ্রহণ করেন। রংপুর জিলা পাইলট স্কুল থেকে তিনি ১৯৬৪ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও ১৯৬৬ সালে গভর্নমেন্ট কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পাশ করেন।

১৯৭০ সালে বুয়েটের ধাতব প্রকৌশল বিভাগ থেকে স্নাতক ও ১৯৭৩ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরের বছরেই প্রভাষক হিসেবে তিনি ওই বিভাগে যোগদান করেন। ১৯৮২ সালে ভারতের ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি অনেক সামাজিক, সাংস্কৃতিক ও প্রকৌশলীদের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। নেতৃত্ব দিয়েছেন।

মৃত্যুকালে তিনি তিন মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য ‍গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বুয়েটে শোকের ছায়া নেমে এসেছে। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন শোক জ্ঞাপন করেছেন।

প্রয়াত অধ্যাপক আবু সাঈদ ওয়াইস কারনী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুর বাড়ির দিক থেকে আত্মীয় হন।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় ভাসুর প্রয়াত আব্দুল ওয়াহেদ কানু মিয়ার ছেলে প্রকৌশলী সাঈদ রেজা শান্ত অধ্যাপক আবু সাঈদ ওয়াইস কারনীর মেয়ের জামাই

ওয়াইস করনীর ছোট মেয়ের নাম ফাহমিদা গুলশান।

এ সম্পর্কিত আরও খবর