ঢাকা সিটির ভোট পর্যবেক্ষক আবেদনের সময় ৩১ ডিসেম্বর

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-16 11:20:16

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আগ্রহী পর্যবেক্ষক সংস্থাদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৩ ডিসেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মোহা. ইসরাইল হোসেন স্বাক্ষরিত নির্দেশনা ইতিমধ্যে নিবন্ধিত ১১৮টি দেশীয় সংস্থার কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে- নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০১৭ মোতাবেক নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার ১০ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বরের মধ্যে কোনো নির্দিষ্ট এলাকা বা এলাকা সমূহের কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক, তা উল্লেখ করে নির্বাচন কমিশন সচিব বরাবর লিখিত আবেদন করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে- নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক বলেন, অনেক সময় নির্ধারিত সময়ের পরে অনেকেই আবেদন করে। এতে অনেক ঝামেলা পোহাতে হয়। তাই আগে থেকেই বিষয়টি জানানো হলো।

২২ ডিসেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

এ সম্পর্কিত আরও খবর