প্রায় তিন ঘণ্টা দেরিতে চট্টগ্রামের উদ্দেশ্যে বেলা ১টা ৩০ মিনিটে সিলেট ছাড়ল পাহাড়িকা এক্সপ্রেস। যেখানে ট্রেন ছাড়ার সময় নির্ধারিত ছিলো সকাল ১০টা ১৫ মিনিট। এদিকে দেরিতে ট্রেন ছাড়ায় ভোগান্তিতে পড়তে হয়েছে প্রায় সাড়ে ৫শ যাত্রীকে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সিলেট রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, যাত্রীরা ট্রেনের অপেক্ষায় বসে আছেন। কেউ কেউ স্টেশনেই শুয়ে আছেন। আবার অনেকেই ট্রেনের অপেক্ষায় না থেকে বাসের মাধ্যমে গন্তব্যে ফেরার চেষ্টা করেছেন।
দুপুর পৌনে ১টায় স্টেশনে প্ল্যাটফর্মে বসে থাকা লিপি আক্তার নামে এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ট্রেনের যাত্রীদের সমস্যার শেষ নেই। প্রায় সময়ই ট্রেন নির্ধারিত সময়ে ছাড়ে না। নূন্যতম যাত্রীসেবাও আমরা পাইনা। সকাল সাড়ে ৯টা থেকে ছেলে মেয়েদের নিয়ে বসে আছি। ট্রেন কখন ছাড়বে জানি না।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আতাউর রহমান বার্তা২৪.কমকে বলেন, চট্টগ্রাম থেকে উদয়ন এক্সপ্রেস প্রতিদিন ভোরে সিলেট পৌঁছে। তবে ঘন কুয়াশার কারণে আজ সকাল সাড়ে ১১টায় সিলেট পৌঁছেছে। তাই প্রায় ৩ ঘণ্টা দেরিতে পাহাড়িকা এক্সপ্রেস সিলেট ছেড়েছে।
এর আগে সকালে কালনী এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস নির্ধারিত সময়েই সিলেট ছেড়েছে বলে তিনি জানান।