রাজশাহীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া উৎপাদন এবং প্যাকেট করার অভিযোগে দুটি কোম্পানিকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক হাসান মারুফ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহহারী পরিচালক হাসান মারুফ জানান, মহানগরীর মতিহার এলাকায় ‘সূর্য মার্কা’ গুড়া মসলা কোম্পানিকে নোংরা পরিবেশে হলুদ, মরিচ ও ধনিয়া মসলা তৈরি করা এবং মসলার প্যাকেটে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, খুচরা মূল্য না থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একইসঙ্গে মতিহার এলাকায় ‘বাঘ মার্কা’ গুড়া মসলা কোম্পানিকে মসলার প্যাকেটে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, খুচরা মূল্য না থাকার কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।