রাজধানীর বনানীতে ট্রাফিক পুলিশের সঙ্গে খারাপ আচারণের অভিযোগে বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর ছেলে আরাসকে আটক করে বনানী থানা পুলিশ। আটকের ৩০ মিনিট পর মাহী বি চৌধুরী থানায় এসে ছেলেকে ছাড়িয়ে নিয়ে যান।
বুধবার (২৫ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে বার্তা২৪.কমকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরে আযম মিয়া বলেন, 'ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে। পরে দুঃখ প্রকাশের মাধ্যমে সমাধান হয়ে গেছে।'
পুলিশ সূত্রে জানা যায়, রাস্তায় একটি সিএনজি অটোরিকশার সঙ্গে আরাসের গাড়ির ধাক্কা লাগে। এ নিয়ে ঝামেলায় জড়ান আরাস। ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশ সমাধান করতে আসলে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি।