ফল ব্যবসায়ী বাবার কাছে বিস্কুট খাওয়ার বায়না ধরেছিল ৬ বছর বয়সী শিশু আরাফাত। ছেলের আবদার রাখতে নিকটস্থ মোড়ের দোকান থেকে বিস্কুট কিনে দেন বাবা ওয়াহিদুর রহমান। তবে সেই বিস্কুট খেতে পারেনি আরাফাত। বিস্কুট হাতে বাড়ি ফেরার পথে ঘাতক ট্রাক কেড়ে নেয় তার প্রাণ।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত গোদাগাড়ী পৌর এলাকার রামনগর গ্রামের ওয়াহিদুর রহমানের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আর একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ আরাফাতের বাবা-মা।
জানা গেছে, সোমবার বাড়িতেই ছিলেন ফল ব্যবসায়ী ওয়াহিদুর। বিকেলে ছেলে আরাফাত বাবার কাছে বিস্কুট খাওয়ার বায়না ধরে। পরে ছেলেকে নিয়ে বিস্কুট কিনতে বাড়ির পাশে মোড়ের দোকানে যান ওয়াহিদুর। এরপর বিস্কুট কিনে বাড়ি ফিরছিলেন তারা। কিন্তু রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ দৌড় দেয় আরাফাত। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, নিহত শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।