সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার বেড়েছে। চলতি বছর পাসের হার ৯২.৭৯ শতাংশ শিক্ষার্থী । যা গতবারের থেকে ১২.৯৭ শতাংশ বেশি। গত বছর পাসের হার ছিলো ৭৯.৮২ শতাংশ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় সিলেট শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবা বাছিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, ইংরেজিতে ফলাফল খারাপ না হলে সার্বিকভাবে ফলাফল আরও ভালো হতো। এবারের পরীক্ষায় ছেলেদের পাসের হার ৯২.৩ শতাংশ আর মেয়েদের পাসের হার ৯৩.৩৬ শতাংশ।
তিনি জানান, সিলেট শিক্ষাবোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭শ ৭১ জন। গতবছর জিপিএ-৫ পেয়ে ছিলো ১ হাজার ৬৯৮ জন। সিলেটের ১৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনও প্রতিষ্ঠান শতভাগ ফেল নেই বলেও জানান তিনি।