রাজধানীর ভাটারায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালের দিকে শিশুটিকে উদ্ধার করে তার পরিবার। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।
ভুক্তভোগী শিশুর পরিবারের বরাত দিয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বার্তা২৪.কম-কে বলেন, ‘বৃহস্পতিবার রাতে শিশুটি বাসা থেকে বের হলে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার ভোরে বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।’
তিনি জানান, পরিবার প্রথমে ভয়ে কাউকে কিছু জানায়নি। পরে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নিয়ে যায় পরিবার।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।