ঝালকাঠিতে বৌভাত অনুষ্ঠানের খাবার খেয়ে শিশুসহ অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতাপ গ্রামের মৃত আজাহার আলী হাওলাদারের ছেলে নজরুল ইসলামের সঙ্গে পার্শ্ববর্তী গ্রাম ভৌরবপাশার মোফাজ্জেল হোসেনের মেয়ে ছাবিনা আক্তারের বিয়ে হয়। রোববার প্রতাপ গ্রামে ছেলের বাড়িতে বৌভাত অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রায় তিন শত লোক বৌভাতের খাবার খান। কিন্তু খাবার খাওয়ার ২ ঘণ্টা পর থেকেই একে একে বমি ও পেট ব্যথায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।
বরের বড় বোন শারমিন আক্তার বার্তা২৪.কম-কে জানান, বৌভাত অনুষ্ঠানের খাবার খেয়ে প্রায় অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। ঝালকাঠিতে ২৫ জন ও বরিশালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ৩০-৪০ জনকে ভর্তি করা হয়েছে।
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সিয়াম আহসান বার্তা২৪.কম-কে জানান, খাদ্যে কোনো বিষক্রিয়া থাকায় সবাই অসুস্থ হয়েছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত সদর হাসপাতালে ২৫ জন ভর্তি হয়েছে। তবে ভর্তিকৃতদের মধ্যে শিশু ও বৃদ্ধরা বেশি অসুস্থ হয়ে পড়েছে। তাদের অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।