বরিশালে পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তার (২) ও মো. ইউসুফ গাজী (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে গৌরনদী উপজেলার পশ্চিম ভীমেরপাড় গ্রামে পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তারের মৃত্যু হয়। নিহত মরিয়ম ওই গ্রামের জসিম গোমস্তার মেয়ে।
জানা গেছে, পরিবারের অজান্তে বাড়ির পুকুরে পরে যায় মরিয়ম। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন, গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. গোলাম সারোয়ার।
এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে হিজলা উপজেলার মহিষাকাটা গ্রামে পুকুরের পানিতে ডুবে ইউসুফের মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার বার্তা২৪.কমকে জানান, মঙ্গলবার আসর নামাজবাদ ইউসুফের মা ও বাড়ির চাচী সবাই মিলে কথা বলছিলো। কথার ফাকে শিশু ইউসুফ তার মায়ের কাছ থেকে উঠে সবার অজান্তে হাটতে হাটতে বাড়ির সামনের একটি পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ইউসুফকে পুকুর থেকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। সেখানে কর্তব্যরত ডাক্তার শিশু ইউসুফকে মৃত ঘোষণা করেন।