বরিশালে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ৪৩৭, বহিষ্কার ৬

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-26 10:19:07

এসএসসির ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় বরিশাল বোর্ডের অধীনে ৪৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একইসঙ্গে ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

অনুপস্থিতির মধ্যে বরিশালে ১৪৫ জন, পটুয়াখালীতে ১০০ জন, ভোলায় ৭৪ জন, বরগুনায় ৪৯ জন, পিরোজপুরে ৩৮ জন ও ঝালকাঠিতে ৩১ জন পরীক্ষার্থী। মোট অনুপস্থিতির হার ৩৭শতাংশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল বোর্ডের অধীনে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্রে মোট ৯৭ হাজার ৯১৭ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ৯৭ হাজার ৪৭৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।

উল্লেখ্য, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ১৭৮টি কেন্দ্রে এক লাখ ১৩ হাজার ৮৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৩২১ জন এবং ছাত্রী রয়েছে ৫৬ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী। বরিশাল বিভাগের ৬ জেলার এক হাজার ৪২৮টি বিদ্যালয়ের ওই পরীক্ষার্থী রয়েছে। যা গত বছরের চেয়ে এবছর পাঁচ হাজার ৫০৮ জন পরীক্ষার্থী বেশি রয়েছে। গতবছর পরীক্ষার্থী ছিল এক লাখ ৭ হাজার ৫৭৫ জন।

এ সম্পর্কিত আরও খবর