বরিশালে ইংরেজি দ্বিতীয় পত্রে বহিষ্কার ৩৫

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-22 12:46:37

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষায় বরিশাল বোর্ডের অধীনে ৪৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই সঙ্গে ৩৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের মধ্যে বরগুনায় ১৩ জন, ভোলায় ১২ জন, বরিশালে ৫ জন, ঝালকাঠিতে ৪ জন ও পটুয়াখালীতে ১ জন পরীক্ষার্থী রয়েছে।

এছাড়া বরিশালে ১৪৫ জন, পটুয়াখালীতে ১০২ জন, ভোলায় ৭০ জন, বরগুনায় ৫০ জন, পিরোজপুরে ৩৭ জন ও ঝালকাঠিতে ৩২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। মোট অনুপস্থিতির হার ৪৫ শতাংশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল বোর্ডের অধীনে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রে মোট ৯৭ হাজার ৯১২ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ৯৭ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

উল্লেখ্য, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ১৭৮টি কেন্দ্রে এক লাখ ১৩ হাজার ৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৩২১ জন এবং ছাত্রী রয়েছে ৫৬ হাজার ৭৬২ জন।

এ সম্পর্কিত আরও খবর