খুলনায় এসএসসি পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনে সহযোগিতা করায় পৃথকভাবে ডুমুরিয়া ও কয়রা শিক্ষকদের কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালীন এ কারাদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, এসএসসি পরীক্ষায় এক শিক্ষার্থীকে নকল সরবরাহে সহযোগিতা করায় ডুমুরিয়া উপজেলার দিব্য মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমানকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব দাস।
এছাড়া কয়রা উপজেলায় প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অপরাধে কাঁতনি অ ক মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক দেবব্রত বাহাদুর ও অফিস সহকারী গৌর হরি মন্ডলের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের নিয়মিত মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূর-ই-আলম সিদ্দিকী অভিযান পরিচালনা করেন।