ভালোবাসা দিবসে পুলিশ সদস্যের কোরআন উপহার

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-31 09:48:30

আজ বিশ্ব ভালোবাসা দিবস। একই সাথে পালিত হয়েছে বসন্ত বরণ। দিবস দুটি এক সাথে যার যার মতো করে পালন করেছেন সবাই। লাল, হলুদ, কমলা, বাসন্তী রঙ্গের শাড়ি-পাঞ্জাবি পড়ে দিনটি পালন করেছেন সর্বস্তরের মানুষ।

কিন্তু বরিশালে দেখা গেছে ভিন্ন একটি চিত্র। ভালবাসা দিবসে ফুল না দিয়ে হাফেজী মাদ্রাসা ও এতিমখানার শিশুদের পবিত্র কোরআন শরীফ উপহার দিলেন এক পুলিশ সদস্য। জেলার বানারীপাড়া উপজেলার দিদিহার নলেশ্রী হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিম খানার শিশুদের মাঝে এই কোরআন বিতরণ করেন বানারীপাড়া থানার এএসআই, মো. জাহিদ হোসেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদ্রাসায় গিয়ে শিশুদের হাতে ১৩ খানা পবিত্র কুরআন শরীফ তুলে দেন তিনি।

এবিষয়ে এএসআই মো. জাহিদ হোসেন বার্তা২৪.কমকে জানান, ভালবাসা দিবসের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। বরং সারা বছরই সবাইকে বিলিয়ে দেয়া উচিত। তবে আজকাল ভালবাসা শুধু ফুল বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া আর কিছুই নয়৷ তাই এসবের ভিড়ে সওয়াবের নিয়তে শিশুদের পবিত্র কুরআন শরীফ উপহার দিয়ে ভিন্ন কিছু করার চেষ্টা করেছি৷

এর আগে জাহিদ হোসেন বরিশাল জেলায় জনবান্ধন পুলিশ হিসেবে সপ্তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর