ভোল্টে ৩ কেজি সোনা দুষিত থাকা সমস্যা নয়

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 23:06:18

বাংলাদেশ ব্যাংকের সোনা নিয়ে কোনো সমস্যা নেই। বাংলাদেশ ভোল্টে ৯৬৩ কেজি সোনার মধ্যে মাত্র তিন কেজি দুষিত থাকা কোনো সমস্যা নয়।

মঙ্গলবার (২৪ জুলাই) সচিবালয়ে ডিসি সম্মেলনে বৈঠক শেষ সাংবাদিকদের এ কথা বলেন  অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেন, আমি ডিসিদের ফান্ড খরচের সক্ষমতা বাড়াতে বলেছি। জেলা প্রশাসনগুলোর একটি বড় সমস্যা অবকাঠামো। এগুলো ধীরে ধীরে নির্মাণ করার কথা বলেছি।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের সোনা নিয়ে এনবিআরের কোনও মন্তব্য করার দরকার ছিল না। এটি বাংলাদেশ ব্যাংকের বিষয়। সোনার বিষয়ে বাংলাদেশ ব্যাংকই সিদ্ধান্ত নেবে।

সম্মেলনে উপস্থিত এক কর্মকর্তা জানান, অর্থমন্ত্রী ডিসিদের উদ্দেশে বলেন, সাধারণ মানুষকে রাজস্ব দিতে উদ্বুদ্ধ করুন। রাজস্ব আদায় বাড়লে জনগণকে সেবা দেয়া সহজ হয়।  জনগণকে বোঝাতে হবে আরও রাজস্ব দিলে আরও বেশি সেবা পাওয়া যাবে।

এ সম্পর্কিত আরও খবর