বকেয়া বেতন পেয়ে ১১ ঘণ্টা পর সড়ক ছাড়ল শ্রমিকরা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

এক মাসের বকেয়া বেতন পেয়ে ১১ ঘণ্টা পর সড়ক ছেড়েছে শ্রমিকরা। বকেয়া বেতনের দাবিতে দিনভর অবরোধ করে বিক্ষোভে অচল হয়ে পড়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। এক পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সন্ধ্যার দিকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের এক মাসের বেতন পরিশোধ করেন।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরের ভোগরা এলাকার অ্যাপারেল প্লাস লিমিটেড কারখানার শ্রমিকেরা আন্দোলনে নামেন। এতে রাজধানী লাঘুয়া গাজীপুরের ব্যস্ততম ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহণন চলাচল বন্ধ হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।

বিজ্ঞাপন

এর আগে বেতনের দাবিতে আন্দোলন হলে মালিকপক্ষ গত ১৪ আগস্ট কারখানাটি বন্ধ ঘোষণা করে। এসময় শ্রমিকদের সব পাওনা পরিশোধে ঘোষণা দেন মালিকপক্ষ। সে অনুযায়ী জুলাই মাসের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল ২৫ সেপ্টেম্বর। তবে তারিখ অনুযায়ী বেতন পরিশোধ না করায় ফের রাস্তায় নামেন শ্রমিকরা। এর মধ্যে দিয়ে মালিক পক্ষ কারখানা বন্ধ ঘোষণা দেন।

গাজীপুর শিল্প পুলিশ ২ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, ওই কারখানার শ্রমিকদের একমাসের বেতন পরিশোধ করার পর শ্রমিকরা সড়ক ছেড়ে দিয়েছে। এতে ১১ ঘণ্টা পর সড়কে যান চলাচল শুরু হয়।