ভারত সফর নিয়ে এরশাদের সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম  | 2023-08-20 23:01:30

ভারত সফররত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বুধবার (২৫ জুলাই) বিকেল ৪টা ২০ মিনিটে বাংলাদেশে ফিরবেন।

বৃহস্পতিবার (২৬ জুলাই) বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বানানীস্থ কার্যালয়ের মিলনায়তনে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে ভারত সফরের বিস্তারিত তুলে ধরবেন হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় পার্টি সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

২৩ জুলাই রাতে ভারতের কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন হুসেইন মুহম্মদ এরশাদ।

এই বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায় এবং মেজর (অব.) খালেদ আখতার উপস্থিত ছিলেন।

এর আগে হুসেইন মুহম্মদ এরশাদ ভারতের পররাষ্টমন্ত্রী সুষমা স্বরাজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গেও পৃথক বৈঠক করেছেন।

গত ২২ জুলাই সকালে ভারত সরকারের আমন্ত্রণে হুসেইন মুহম্মদ এরশাদ দিল্লি যান।

 

এ সম্পর্কিত আরও খবর