ডিএমপি’র মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭২

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 22:35:34

ঢাকা: চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৭২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বুধবার (২৫ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বার্তা ২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

মাসুদুর রহমান বলেন, ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩৮ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৩ হাজার ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৯১ গ্রাম হেরোইন, ১০০ বোতল ফেন্সিডিল, ২৫ লিটার দেশী মদ, ৭ কেজি ৩৭০ গ্রাম পুরিয়া গাঁজা ও ৩০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করে পুলিশ।

এই উপ কমিশনার বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা রুজু হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর