‘বিমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে বণার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালে প্রথমবারের মতো পালিত হয়েছে জাতীয় বিমা দিবস।
রোববার (১ মার্চ) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে নগরীর সার্কিট হাউস চত্বর থেকে একটি বণার্ঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর সদর রোড হয়ে অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কম্পানিতে যোগ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর বিমা খাতে যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখতে ১ মার্চকে জাতীয় বিমা দিবস ঘোষণা করেছে সরকার।
বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেলটা লাইফ ইন্সুইরেন্স বরিশালের এভিপি মোঃ জাফর উল্লাহ খানসহ প্রায় ৩২টি লাইফ, নন লাইফ ইন্সুইরেন্স কোম্পানির কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে "বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বিমার গুরুত্ব' রচনা প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ের তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে বিমা মেলার আয়োজন করা হয়। মেলায় ১০টি লাইফ, নন লাইফ ইন্সুইরেন্স কোম্পানির স্টল অংশ নেয়।