স্পিকারের দিল্লি সফর স্থগিত

বিবিধ, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 12:25:12

ভারত সরকারের আমন্ত্রণে দিল্লি সফর যাওয়ার কথা ছিল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দল।

আগামী সোমবার (২ মার্চ) দুপুর ১২টায় ঢাকা থেকে দিল্লীর উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল তাদের। কিন্তু একদিন আগে রোববার (১ মার্চ) অনিবার্যকারণশত এ সফর স্থগিত করা হলো।

প্রতিনিধি দলে স্পিকার ছাড়াও চিফ হুইপ-নূর-ই আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহীমসহ সংসদ সদস্য ও কর্মকর্তা মিলে ১৮ জনের যাওয়ার কথা ছিল।

জানা যায়, স্পিকারের এ সফরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় সংসদের নানা অনুষ্ঠানমালায় ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লাকে আমন্ত্রণ জানানো ছাড়াও সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিসহ শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানোর কথা ছিল। ইতোপূর্বে পররাষ্ট্র দফতরের মাধ্যমে আমন্ত্রণ জানানো হলেও আনুষ্ঠানিকভাবেই আমন্ত্রণ দিতেই স্পিকারের এ দিল্লি সফরের উদ্দেশ্য ছিল।

 

এ সম্পর্কিত আরও খবর