বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ছোট-বড় ৩৯টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এর মধ্যে পুরোপুরি পুড়ে গেছে ২৫টি ও আংশিক পুড়ে গেছে ১৪টি দোকান।
সোমবার (২ মার্চ) ভোরে বাসস্ট্যান্ডের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। গৌরনদী, উজিরপুর, বাবুগঞ্জ ,বরিশাল সদর ও মাদারীপুরসহ ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিটের প্রায় চার ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার বার্তা২৪.কম-কে জানান, আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নির্ণয় করা যায়নি। এর কাজ চলমান রয়েছে।
এদিকে, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশালের জেলা প্রশাসক অজিয়র রহমান। এ সময় তিনি ফায়ারম্যান ও স্থানীয় প্রশাসনকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা ও ক্ষতির পরিমাণ নিরূপণ করতে বলেছেন।