বরিশাল নগরীর বটতলা এলাকায় আগুনে পুড়ে গেছে ১৫টি কাঠের বসতঘর। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
সোমবার (২ মার্চ) দুপুরে বটতলার নব আদর্শ প্রাইমারি স্কুল সংলগ্ন একটি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খবর পাওয়ার পর বরিশাল ফায়ার স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১৫টি ছোট কাঠের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও আশেপাশের বেশ কয়েকটি ঘর আগুনে পুড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার বার্তা২৪.কম-কে জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতি সম্পর্কে ধারণা করা যাচ্ছে না ।
এর আগে ভোররাতে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে যায় ছোট-বড় ৩৯টি ব্যবসায়িক প্রতিষ্ঠান।