সিলেটে জাতীয় ভোটার দিবস পালিত

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-08-28 15:28:08

ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এই স্লোগানকে সামনে রেখে সিলেটে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।

সোমবার (২ মার্চ) ভোটার দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য রলি বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজারস্থ কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি।

সিলেট জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম বার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুল আলম।

জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এসএম আসাদুজ্জামান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন লেখক আফতাব চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. শাহ আলম, গীতা পাঠ করেন শ্রীহট্ট ভাগবত সংঘের সভাপতি মানিক চন্দ্র সোম, বাইবেল পাঠ করেন ফাদার ভিকন নিঝুম সাংমা, ত্রিপিটক পাঠ করেন শাবিপ্রবি শিক্ষার্থী অর্নেজ চাকমা।

এ সম্পর্কিত আরও খবর