মানুষ যেন ঘরে বসে ভোট দিতে পারে: আইনমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 22:32:20

ইভিএম পদ্ধতি আরও শক্তিশালী করতে সুদূরপ্রসারী গবেষণা প্রয়োজন। এছাড়া ভবিষ্যতে প্রযুক্তি এমন পর্যায়ে নিতে হবে যেন মানুষ ঘরে বসে ভোট দিতে পারে। এসব ব্যাপারে নির্বাচন কমিশনকে সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে সরকার।

সোমবার (২ মার্চ) দ্বিতীয়বারের মতো জাতীয় ভোটার দিবস পালনকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচন কমিশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী বলেন, ৭৫ এর পরে বাংলাদেশের ভোটগ্রহণ প্রক্রিয়ায় যে অসঙ্গতি তৈরি হয়েছিলো সেটা সম্পূর্ণভাবে দূর করতে গেলে ইভিএমের কোন বিকল্প নেই। ভোটগ্রহণ পদ্ধতিতে ইভিএম নানা অসঙ্গতি দূর করতে মাইলফলক হিসেবে কাজ করবে।

আলোচনা সভার এক পর্যায়ে স্মার্ট কার্ড ভেরিফিকেশন অ্যাপসের উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক।

আলোচনা সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন।

এ সম্পর্কিত আরও খবর