মোদির সফর দু’দেশের সম্পর্ককে জোরদার করবে: জিএম কাদের

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-09-01 00:38:18

মুজিব বর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর দু’দেশের সম্পর্ককে আরও জোরদার করবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বলেছেন, ‘ভারত আমাদের বৃহৎ বন্ধু প্রতিম দেশ। আমাদের দু’দেশের ইতিহাস, সংস্কৃতিসহ অনেক ক্ষেত্রে মিল আছে। অর্থনীতিতে ভারতের মতো বড় শক্তিশালী দেশের সঙ্গে সম্পর্ক যতই ভালো হয়, বাংলাদেশের জন্য মঙ্গল। মুজিব বর্ষে ভারত রাষ্ট্রপ্রধানের সফর দু’দেশের সম্পর্ককে আরও জোরদার করবে। অনিষ্পত্তিকৃত সমস্যাগুলো নিষ্পত্তি করবে।’

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে রংপুরের পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে নরেন্দ্র মোদির আগমন প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছিল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভারতের জনগণকে সম্মান জানানো আমাদের দায়িত্ব। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ভারতের রাষ্ট্রপ্রধান হিসেবে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি আসবে।’

দিল্লির দাঙ্গার ঘটনায় ভারত সরকার বিব্রত দাবি করে জিএম কাদের বলেন, ‘ভারতের এই দাঙ্গা ভারত সরকারও পছন্দ করছে না। তাদের জনগণও এটা মেনে নিতে পারছেন না। আমরা আশা করব এই ধরনের যারা কাজ করে তাদের বিরুদ্ধে ভারতীয় সরকার ব্যবস্থা নিচ্ছে এবং নেবে। যাতে ভবিষ্যতে আর এমন ঘটনা না ঘটে।’

প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন জাপার নেতাকর্মীরা

এ সময় আরও উপস্থিত ছিলেন- জাপার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাপার সহ-সভাপতি আজমল হোসেন লেবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি আব্দুর রাজ্জাক, মহানগর যুব সংহতির সভাপতি শাহীন হোসেন জাকির, সাধারণ সম্পাদক শান্তি কাদরী প্রমুখ।

এর আগে সকালে ঢাকা থেকে রংপুর এসে পৌঁছালে জাপা চেয়ারম্যান জিএম কাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে তিনি পল্লী নিবাসে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন।

এ সম্পর্কিত আরও খবর