ময়মনসিংহে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে দিবসটি উপলক্ষে এসব কর্মসূচি যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন, বন বিভাগ ও মুক্তির বন্ধন ফাউন্ডেশন।
'পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণিকূল বাঁচাই' এ স্লোগানে বিকেলে নগরের টাউনহল মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। সেটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বন্যপ্রাণী সুরক্ষায় একটি উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর, সহকারী বন সংরক্ষক আবু ইউসুফ, মুক্তির বন্ধন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।