পরিবেশগত ছাড়পত্র ও তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) না থাকা এবং বুড়িগঙ্গা দূষণের দায়ে রাজধানীর শ্যামপুরে অটবি ফার্নিচার, চাঁদনি টেক্সটাইল মিলসহ ২১ কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন বন্ধ করেছে পরিবেশ অধিদফতর।
মঙ্গলবার (৩ মার্চ) দিনভর এ অভিযান চালানো হয়।
এছাড়াও যত্রতত্র আবর্জনা রেখে বায়ু ও পরিবেশ দূষণের দায়ে ৫টি কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) রুবিনা ফেরদৌসি।
রুবিনা ফেরদৌসি বলেন, ৩ দফায় এ পর্যন্ত অর্ধশতাধিক কারখানা বন্ধ করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী ২২৩ কারখানার সবগুলো বন্ধ করা হবে।বুড়িগঙ্গার পাড়ে ইটিপি ছাড়া একটি কারখানাও চলতে দেওয়া হবে না।
তিনি বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী শ্যামপুরে বুড়িগঙ্গার পানি দূষণকারী কারখানার বিরুদ্ধে অভিযান শুরু করি দুপুরের দিকে। অটবিসহ কারখানাগুলোতে অভিযান পরিচালনার সময় কোনো সমস্যা হয়নি। কিন্তু চাঁদনি টেক্সটাইলের বিদ্যুতের লাইন কাটতে গেলে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তবে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শতাধিক পুলিশ ও র্যাবের সহায়তায় অভিযান পরিচালিত হয়। সঙ্গে ছিলেন ডেসকো, ওয়াসা, তিতাসের কর্মকর্তারাও।