খুলনায় সাড়ে পাঁচ লাখ শিশু খাবে কৃমিনাশক ট‌্যাবলেট

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা | 2023-09-01 09:49:21

খুলনায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে প্রায় সাড়ে পাঁচ লাখ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। আগামী ৪ থেকে ৯ এপ্রিল জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২০ বাস্তবায়ন হবে।

বুধবার (০৪ মার্চ) সকালে খুলনার স্কুল হেলথ ক্লিনিক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে এ্যাডভোকেসি সভায় এই তথ্য জানানো হয়। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘পেটের কৃমি পুষ্টি লুটে, ঔষধ খেলে মুক্তি জোটে’। সভায় সভাপতিত্ব করেন খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ। 

সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে কৃমি সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপন করেন শিশু বিশেষজ্ঞ ডা. মো. সরাফত হোসাইন। সভায় উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় সিভিল সার্জন জানান, ফাইলেরিয়াসিস নির্মূল এবং কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় বছরে দুইবার (এপ্রিল ও অক্টোবর মাসে) কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করা হয়। সপ্তাহব্যাপী প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সমপর্যায়ের মাদরাসা, কিন্ডার গার্টেন, মক্তব ও এতিমখানাসমূহে ৫ থেকে ১৬ বছরের সকল শিক্ষার্থী  এবং স্কুল বহির্ভূত, ঝরেপড়া, পথশিশু, শ্রমজীবী ও কর্মজীবী শিশুদের বিনামূল্যে এক ডোজ কৃমি নাশক ট্যাবলেট (মেবেন্ডাজল ৫০০ মি.গ্রাম) খাওয়ানো হবে। এটি খালি পেটে খাওয়ানো যাবে না। শিশুর পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের এই ট্যাবলেট খেতে হবে।

সভায় জানান হয়, এবারে খুলনা জেলার ৯টি উপজেলা ও দুইটি পৌরসভার দুই হাজার দুইশত ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট তিন লাখ ৮২ হাজার নয়শত আট শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর