রাজধানীতে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত, সড়কে বিক্ষোভ

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-12 07:13:01

ঢাকা: রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত। তারা সবাই শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।  এ ঘটনায় অন্তত আরও ১৪ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।   

কুর্মিটোলা হাসপাতালের সহকারি পরিচালক লে. কর্নেল মো. ছগির মিয়া জানান, খিলক্ষেতে ছাত্রদের জাবালে নুর ( ঢাকামেট্রাব-১১৯২৯৭) গাড়িটি শিক্ষার্থীদর চাপা দেয়।

এদিকে শিক্ষার্থীদের মৃত্যর খবর ছড়িয়ে পড়লে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা চার‌টি জাবা‌লে নুর বাস ভাংচুর ক‌রে‌। 

এ ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দর সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ যান চলাচল স্বাভা‌বিক করার চেষ্টা কর‌ছে।

কু‌র্মিটোলা হাসপাতা‌লের সি‌নিয়র ওয়া‌রেন্ট অ‌ফিসার শেখ মু‌জিবুর রহমান জানান, আহতদের মধ্যে গুরুতর দু’জনকে সিএমএইচ-এ নেওয়া হ‌য়ে‌ছে। নিহত দুজনের লাশ কু‌র্মিটোলা হাসাপাতা‌লে নেওয়া হয়েছে। তাদেরর ‌পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, দিয়া খানম ও করিম। দিয়া রমিজউদ্দিনের এইচএসসি‘র প্রথমবর্ষের মান‌বি‌কের শিক্ষার্থী ও ক‌রিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত দিয়ার বন্ধু সা‌ব্বির ইসলাম জো‌জো জানায়, মিরপুর থে‌কে কালসী ফ্লাইওভ‌ারে জাবা‌লের নুর এবং নুর এ মক্কা বাস রেষার‌ষি ক‌রে বিমানবন্দর সড়কে নামার প‌থে তাদের চাপা দেয়।  

নিহত ক‌রি‌মের বা‌ড়ি নোয়াখা‌লির হা‌তিয়া, এবং ‌দিয়া খানম মিমের বা‌ড়ি নোয়াখা‌লি জেলার দ‌ক্ষিণপাড়া বলে জানা যায়।

এ সম্পর্কিত আরও খবর