রংপুরে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-29 18:14:12

রংপুরে বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা। বিভাগের আট জেলার প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন। বিভাগীয় কমিশনারের কার্যালয় এ প্রতিযোগিতার আয়োজন করে।

উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন বলেন, আমাদের সবার উচিত শুদ্ধ সুরে শুদ্ধ উচ্চারণে জাতীয় সংগীত গাওয়া। জাতীয় সংগীত শুদ্ধ সুরে প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখতে সরকার বিভিন্ন পদক্ষেণ নিয়েছে। সেই ধারাবাহিকতায় কয়েক বছর ধরে সারাদেশে এ প্রতিযোগিতার আয়োজন হয়ে আসছে।

অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন— রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টিএম মোজাহিদুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল প্রমুখ। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা।

দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী গ্রুপ ভিত্তিক অংশ নেয়। বিকেলে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

এ সম্পর্কিত আরও খবর