মুজিববর্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-07-27 14:47:22

মুজিববর্ষেই এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান‌কে একসাথে জাতীয়করণ করার দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম।

সোমবার (৯ মার্চ ) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের অবস্থান কর্মসূচি থেকে তারা এ দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মহসিন আলী বলেন, বিচ্ছিন্নভাবে জাতীয়করণ না করে একসাথে জাতীয়করণের ঘোষণা করা হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়িত হবে। মুজিববর্ষে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করে মুজিবীয় মশালের আলো শিক্ষকদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষকদের বেতন বৈষম্য দূর না করলে এবং জাতীয়করণ ঘোষণা না করা হলে শিক্ষার গুণগতমান হুমকির মুখে পড়বে। তাই যত দ্রুত সম্ভব এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হোক।

অবস্থান কর্মসূচিতে শিক্ষক নেতাসহ সাধারণ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর