মিরপুর ১০-ফার্ম‌গেটে অব‌রোধ করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

জেলা, জাতীয়

‌সি‌নিয়র ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 00:27:33

ঢাকা: ‌মিরপুর ১০ এবং ফার্ম‌গেট মোড় অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ শুরু ক‌রে‌ছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩১ জুলাই) সকালে ওই দুই এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নেয়।

ফার্মগেটে রাস্তা অবরোধ করে‌ছে সরকা‌রি বিজ্ঞান ক‌লে‌জের ছাত্ররা। তারা উভয় দিক থেকেই গাড়ি চলাচল বন্ধ ক‌রে দি‌য়ে‌ছে। এছাড়া মিরপুর ১০ নাম্বারেও বি‌ক্ষোভ করছে শিক্ষার্থীরা।

‌শিমুল হাসান না‌মে একজন প্রত্যক্ষদর্শী জানান, ফার্ম‌গেট ওভার‌ব্রি‌জের নিচে কয়েকশ শিক্ষার্থী জ‌ড়ো হ‌য়ে আন্দোলন কর‌ছে। 

এদিকে উত্তরার হাউস বিল্ডিংয়ের সামনে প্রায় দেড়শ শিক্ষার্থী রাস্তা অবরোধ করলে পুলিশি বাধার মুখে পড়ে।

র‌মিজ উদ্দিন ক্যান্টন‌মেন্ট ক‌লে‌জের দুই শিক্ষার্থী বাস চাপায় নিহ‌তের ঘটনায় এ আন্দোলন শুরু হয় ২৯ জুলাই থে‌কে। এক‌দিন পর এ আন্দোলনের সমর্থ‌নে রাজধানীর বি‌ভিন্ন স্কুল এবং ব‌হিরাগতরাও যোগ দেয়। প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণের বাইরে চ‌লে যায়। পরে সর্বশেষ গতকাল সোমবার বি‌কেল ৪টায় র‌্যাব-পু‌লি‌শের যৌথ অ্যাকশ‌নের ফলে বিমানবন্দর সড়ক ছে‌ড়ে ‌ছি‌ল শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার ফের আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

এ সম্পর্কিত আরও খবর