মিরপুর ১০ এর ঝুটপট্টিতে আগুন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 06:18:44

রাজধানীর মিরপুর ১০ নম্বরের ঝুটপট্টিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট কাজ করছে।

শনিবার (১৪ মার্চ) দুপুর সোয়া একটায় মিরপুর ১০ এর জল্লাদখানার কাছে ঝুটপট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ৫  ইউনিট, পরবর্তীতে আরো ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত করা হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর