ইতালি ফেরত ১৪২ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়ে তাদেরকে আশকোনা হজ ক্যাম্প থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) রাতে আশকোনা হজ ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ।
তিনি বলেন, আজকেই অধিকাংশ তাদের নিজ নিজ বাড়িতে চলে যাবে। কয়েকজন হয়তো রাতের জন্য নিরাপত্তার কারণে এখানে থেকে যেতে পারেন। তাতে আমাদের কোন অসুবিধা নেই। দুপুরে তাদের খাবার ব্যবস্থা করেছে দুর্যোগ মন্ত্রণালয়, এখনো তাদের খাবার পরিবেশন করা হবে।