বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বৃহত্তম সাইক্লিং স্টান্ট গ্রুপ সিআরএ স্টান্ট রাইডার বান্দরবান ডিভিশনের আয়োজনে সাইক্লিং রেস প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে এ রেস প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা ছাত্রলীগের সভাপতি মো. কাওছার সোহাগ ও সাধারণ সম্পাদক জনি সুশীল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা সিআরএ স্টান্ট রাইডারের সভাপতি সাইফুল ইসলাম আকাশ। তিনি বলেন, ‘রেস প্রতিযোগিতার মধ্য দিয়ে বাংলার এক মহান নেতাকে স্মরণ এবং তার জন্মশতবার্ষিকী উদযাপন করেছি। আমরা আশাবাদী ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করে মাদকমুক্ত তরুণ সমাজ তৈরি করতে পারব।’
তিনি আরও বলেন, ‘আমরা আশাবাদী সকলের অনুপ্রেরণা এবং সহযোগিতা পেলে আমরা আরও সামনের দিকে অগ্রসর হব এবং সুন্দর বাংলাদেশ গড়তে সক্ষম হব।’