করোনাভাইরাস মোকাবিলায় চীন বাংলাদেশের প্রতি সাহায্যের হাত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে দেশটি বাংলাদেশকে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম দেবে।
মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস থেকে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকেও এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, মহামারি করোনা মোকাবিলায় চীন বাংলাদেশকে চিকিৎসা সামগ্রী এবং টেস্ট কিট দেবে। এছাড়া এই দুঃসময়ে বাংলাদেশের পাশে চীন রয়েছে এবং থাকবে।
চীনের সহায়তার মধ্যে রয়েছে, দশ হাজার কিট, পনের হাজার সার্জিক্যাল এনরেসপিরেটর, দশ হাজার চিকিত্সা পোশাক এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার।
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এরপর করোনাকে বিশ্ব স্বাস্থ্যসংস্থা মহামারি হিসেবে ঘোষণা করে।