করোনা: পণ্য মজুদ না করে ন্যায্য দামে বিক্রির আহ্বান সাদ এরশাদের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-25 22:20:40

করোনা পরিস্থিতিতে প্রয়োজনীয় খাদ্যপণ্য মজুদ না করে ন্যায্য দামে বিক্রি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগীর আল মাহি সাদ এরশাদ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রংপুর নগরীর পায়রা চত্বরে করোনাভাইরাস রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে এ আহ্বান জানান তিনি।

এরশাদপুত্র সাদ বলেন, রোগের কোনো ধর্ম নেই। যখন মহামারি শুরু হয়, সেটা সবার জন্যই। আমাদের সচেতন ও সতর্ক হতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে। সরকারি নির্দেশনা মেনে চলাসহ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে চিকিৎসকদের কথা মেনে চলতে হবে।

আতঙ্কিত না হয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করলে করোনাভাইরাসের মতো মহামারি থেকে বাঁচা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, সবাইকে নিরাপদে থেকে নিজ নিজ ধর্মানুযায়ী আপাতত ধর্ম পালন করতে হবে।

লিফলেট বিতরণ করেন সাদ এরশাদ, ছবি: বার্তা২৪.কম

এসময় তিনি রংপুরের সব বিনোদন কেন্দ্রে লোকসমাগম বন্ধ করারও আহ্বান জানান। পরে নগরীর পায়রা চত্বর থেকে শাপলা চত্বর হয়ে অন্তত ১১টি স্থানে কয়েক হাজার লিফলেট বিতরণ করেন তিনি। এসময় তার সঙ্গে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরও খবর