নান্দাইলে চাঁদাবাজির অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
চাঁদাবাজির অভিযোগে ময়মনসিংহের নান্দাইলের চন্ডীপাশা ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভুইয়াকে গ্রেফতার করেছে যৌথবাহিনি।
মামলা দায়েরের পর শনিবার (১১ জানুয়ারি) নান্দাইল মডেল থানা থেকে তাকে আদালতে প্রেরণ করা হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় চন্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রাম থেকে যৌথবাহিনী তাকে আটক করে থানায় হস্তান্তর করে।
পরে স্থানীয় ব্যবসায়ী খোকন মিয়া বাদী হয়ে ইউপি চেয়ারম্যান সহ সাতজনকে অভিযুক্ত করে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী খোকন হচ্ছেন উপজেলার গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামের মো. হাসিম উদ্দিনের ছেলে।
তিনিসহ অনেকেই নান্দাইল চৌরাস্তা এলাকায় মাছ ও সবজি বাজারের সরকারি জায়গায় ক্ষুদ্র ব্যবসা করে আসছিলেন। এ অবস্থায় দীর্ঘ দিন ধরে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ২০ টাকা চাঁদা আদায় ছাড়াও সম্প্রতি এককালীন পাঁচ হাজার করে টাকা দিতে বলেন চেয়ারম্যান শাহাব উদ্দিন। চাঁদা ছাড়াও এককালীন টাকা দিতে অস্বীকার করলে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় কোনো প্রতিবাদ করার সাহস পাননি। তাই বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ মামলাটি নথিভুক্ত করে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) ফরিদ আহম্মেদ জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেয়েই চেয়ারম্যানকে আটক করে সেনাবাহিনী। পরে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়।