চট্টগ্রামের সাংগু নদী থেকে দেড় লাখ পিস ইয়াবাসহ দুই ইয়াবা কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (২১ মার্চ) চট্টগ্রাম আনোয়ারা থানাধীন ৩নং রায়পুর ইউনিয়ন গহিরা সংলগ্ন সাংগু মোহনা এলাকা থেকে তাদের আটক করা হয়।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, বিসিজি বেইস চট্টগ্রাম কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তল্লাশি করে কাঠের নৌকা এবং দুই জন মাদক ব্যবসায়ীসহ ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃত ইয়াবা ব্যবসায়ীরা হলেন, জালাল উদ্দীন (২৫), ফারুক (২৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের জন্য বহন করছিল।